কক্সবাজারের টেকনাফে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সলিমুল্লাহ (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত জাফর আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
পুলিশ জানায়, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক এলাকার একটি জমির মালিকানাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা আলী।
সলিমুল্লাহর বড় ভাই আজিজ উল্লাহ জানান, সোনা আলীর নেতৃত্বে রহিমুল্লাহ, হেলাল উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, আলমসহ আরও কয়েকজন লাঠিসোঁটা, লোহার রড ও লম্বা কিরিচ নিয়ে সলিমুল্লাহর ওপর হামলা চালান। এ সময় সলিমুল্লাহ চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকে লাঠিপেটা করেন। আহত সলিমুল্লাহকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেন বলেন, সলিমুল্লাহর শরীরে ও মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত বাহারছড়া ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/কালাম