চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মাসুদ রানা গাড়ল পালন করে স্বাবলম্বী হয়েছেন। তিনি মনে করেন চাকরির পেছনে হন্য হয়ে না ছুটে যদি শিক্ষিত বেকার তরুণরা গাড়ল পালনে এগিয়ে আসে তাহলে সফলতার মুখ সহজেই দেখতে পাবে।
নিজেকে তুলে ধরে তিনি জানান, চাকরি না খুঁজে গাড়ল খামার করেই স্বাবলম্বী হয়েছেন তিনি। প্রথমে ৪৪টি গাড়ল নিয়ে খামার করলেও তার খামারে এখন রয়েছে শতাধিক গাড়ল। মাসুদ রানা জানান, পড়াশুনা শেষ করার পর চাকরি না পাওয়ায় নিজ উদ্যোগেই এলাকায় গাড়ল খামার করেন তিনি। প্রত্যেকটি গাড়ল ১৪ মাসে দুটি করে বাচ্চা দেয়। খরচ বাদ দিয়ে প্রতি মাসে আয় হয় প্রায় ২০-২৫ হাজার টাকা।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ চন্দ্র বলেন, মাসুদ রানা তরুণ সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, এই অঞ্চলে প্রচুর পরিমাণ চারণভূমি থাকায় মাঠ থেকেই খাদ্য পাওয়া যায়। ফলে গাড়ল চাষ করে সহজেই লাভবান হওয়া যায়। উল্লেখ্য, তরুন উদ্যোক্তা মাসুদ রানা মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করেছেন। তার এই প্রতিষ্ঠানে তেল, আটা, খাতা, টিশু ব্যাগ, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন পণ্য উৎপাদন হয়। তাছাড়াও মধুমতি হাট নামে একটি অনলাইন বাজারও রয়েছে তার।
বিডি প্রতিদিন/হিমেল