দিনাজপুরের বিরলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় শুক্রবার ভোরে একই এলাকার আবদুল জলিল নামে একজনকে আটক করেছে।
নিহত কোবাদ আলী (৪৫) বিরলের পলাশবাড়ী ইউপি'র পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজ উদ্দিন এর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে এশার নামাজের পূর্বে বাড়ী ফেরার পথে পলাশবাড়ী (দধিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আব্দুল জলিল বিরলের পলাশবাড়ী ইউপি'র পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের রহিমউদ্দিনের ছেলে।
নিহতের ভাই আবেদ আলী সাংবাদিকদের জানান, বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজার থেকে বৃহস্পতিবার এশার নামাজের পূর্বে বাড়ী ফেরার পথে পলাশবাড়ী (দধিয়াপাড়া) জলিলের বাড়ীর সম্মূখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ভাই কোবাদ আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এমন সংবাদ পেয়ে তিনিসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে লাশ শনাক্ত করেন।
বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার আবদুল জলিল নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার নিহতের ভাই বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/হিমেল