করোনা পরিস্থিতিতে কুড়িগ্রামের সদর উপজেলার জেলা স্টেডিয়াম মাঠে, কাঁঠালবাড়ি এলাকা ও হাসপাতালপাড়ার বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আড়াই শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শুক্রবার দুপুরে রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে জেলা সদরের কর্মহীন নিম্ন আয়ের এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর ক্যাপেটন ফয়সাল আহমেদ। প্রতিটি প্যাকেটে ছিলো চাল,আটা,ডাল,লবণ,সোয়াবিন তেল ও সুজি।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুড়িগ্রাম প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট, সাংবাদিক একরামুল হক বুলবুল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহবুবুল মোর্শেদ, ওয়ারেন্ট অফিসার মো:বাহাউদ্দিন ও জিল্লুর রহমান প্রমুখ।
সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল আহমেদ বলেন, করোনা মোকাবেলায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি আমরা আমাদের সীমিত সম্পদ নিয়ে গরীব, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছি। তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করোনা মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ