যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার ৭টি বিওপি ক্যাম্প এলাকায় কর্মহীন,দুস্থ, অসহায় ১১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। খুলনা-২১ বিজিবির পক্ষ থেকে আজ শুক্রবার এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম পিএসসির প্রধান অতিথি হিসেবে সামাজিত দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রী বিতরন উপস্থিত ছিলেন ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই ইলাহী, উপ- অধিনায়ক মেজর সোহেল এবং এডি লিয়াকত হোসেন প্রমুখ।
খুলনা-২১ বিজিবির উপ অধিনায়ক মেজর সোহেল জানান, বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা এসব পরিবারের জন্য খাদ্য সমাগ্রী যোগান দেন। খাদ্যসামগ্রী বিতরণের এলাকা ছিল, দৌলতপুর, পুটখালী, পাঁচভুলাট, অগ্রভুলাট, কায়বা, রুদ্রপুর সীমান্ত।
তিনি আরও জানান, বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা আমাদের মাধ্যমে এ খাদ্যসামগ্রী বিতরন করেছেন। সুষ্ঠভাবে বিতরণের জন্য ওই ফাউন্ডেশন বিজিবির সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ