কুড়িগ্রামে এক ঠেলাগাড়ি চালকের ১৫শতক জমির পাকা ধান কাটা ও মাড়াই করে দিয়েছে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাকর্মী। আজ রবিবার দুপুরে পৌর এলাকার কলেজপাড়া তালতলায় ঠেলাগাড়ি চালকের এ ধান কাটায় সহায়তা করে তারা।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আল আমিন সরকার আরিফ জানান, শহরের তালতলা ছাত্রাবাস থেকে বের হয়ে কয়েক বন্ধু মিলে ধরলা বাঁধের দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় একটি গাছের নীচে এক দম্পতিকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তাদের সাথে কথা বলি। পেশায় ঠেলাগাড়ি চালক ওই ব্যক্তির নাম আমিনুর রহমান। সম্পদ বলতে তার মাত্র ১৫ শতক জমি। করোনা দুর্যোগের কারণে তার বর্তমানে কোন রোজগার নেই। এদিকে জমির ধান পেকে মাটিতে ঝড়ে পড়ছে। হাতে কোন পয়সাও নেই যে শ্রমিক নিয়ে ধান কাটবেন। তাছাড়া শ্রমিক সংকেট তাদের দামও চরা। তাই স্ত্রী লাল বানুকে নিয়ে গাছতলায় নিজেদের দুর্দশার জন্য কী করবেন সেজন্য মাথায় হাত দিয়ে বসে আছেন।
তিনি আরও জানান, একথা শুনে আমি মোবাইলে ছাত্রলীগের নেতাকর্মীদের ডেকে একত্রিত হয়ে ধানকাটার সিদ্ধান্ত নেই। এরপর কাটা ধান ঠেলাগাড়ি চালকের উঠোনে নিয়ে গিয়ে মাড়াই করে দিই। আমাদের এই কর্মকাণ্ড দেখে ঠেলাগাড়ি দম্পতি খুবই খুশি হন।
এসময় মজিদা আদর্শ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মাহিন ও সাবেক পাঠাগার সম্পাদক মোস্তফা হাসান মারুফ, কুড়িগ্রাম পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌকির রহমান আপন সহযোগিতা করে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ