বগুড়া জেলায় ৭১ হাজার ৮৪৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে বগুড়া সদর খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, সদর খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) হাফিজুর রহমান, মিল মালিক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম জানান, বগুড়া জেলায় ৭১ হাজার ৮৪৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩ হাজার মেট্রিক টন আতপ চাল ও ২৫ হাজার ৪৪ মেট্রিক বোরো ধান সংগ্রহ করা হবে। এর আগে ৩ মে নন্দীগ্রামে ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়।
বগুড়া সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, অ্যাপের মাধ্যমে সদরের কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। আগামী ১৬ মে পর্যন্ত ধান দেওয়ার জন্য কৃষকরা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম চলছে। করোনা পরিস্থিতির মধ্যেও খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের লোকজন মোবাইল অ্যাপে আবেদন করতে কৃষকদের সহযোগিতা করছেন।
বিডি প্রতিদিন/আল আমীন