নীলফামারীতে মুবাশ্বের আলী (৫) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বেতবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েকপাড়ার আলম হোসেনের ছেলে।
এ ঘটনায় একই এলাকার আশিকুর রহমানের ছেলে সিয়াম হোসেন মিঠুকে আটক করেছে পুলিশ।
ডোমার থানার আফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে শিশুর লাশ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন