বাগেরহাটের চিতলমারীতে বংশীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ১৬ জন আহত হয়েছেন। রবিবার বিকালে দফায় দফায় এ সংঘর্ষে আড়ুয়াবর্নী পূর্বপাড়া ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে আহতদের পুলিশ ও এলাকাবাসী উদ্ধারের করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
আহতদের মধ্যে আবুল খান ও বাবুল খানকে আশংকাজনক অবস্থায় সন্ধ্যায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানায়, বংশীয় প্রভাব বিস্তারের জেরে চিংড়ি ঘেরের বেড়িবাঁধের উপর দিয়ে কাটা ধান নিয়ে হাটাকে কেন্দ্র করে রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী পূর্বপাড়া গ্রামে জুয়েল মোল্লা ও মতিয়ার খান গ্রুপের মধ্য বিরোধ বাধে। বিরোধের এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় সংঘর্ষে মোল্লা বংশের রাসেল মোল্লা (৩০), জুয়েল মোল্লা (৩৫), রুমিচা বেগম (৫৫), শিউলি বেগম (৩৫), জসিম মোল্লা (২৮), আব্দুস সত্তার মোল্লা (৭৫), সাঈদ মোল্লা (৪০), গাউস মোল্লা (৫০), কেরামত মোল্লা (৬৫), রিপন মোল্লা (২৬), চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোল্লা মাসুম বিল্লাহ (৩০) আহত হন। অপর দিকে খান বংশীয় আহতরা হলেন, আবুল খান (৫০), বাবুল খান (৪৫), সালেহীন খান (২০) সাগর খান (২৫) ও একরাম খান (৪৫)। এদের মধ্যে আবুল খান ও বাবুল খানের অবস্থা আশংকাজনক হওযায় সন্ধ্যায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল