চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলা বাড়ি গ্রামের অধিবাসী পল্লী চিকিৎসক আ. রব (৫৫) করোনা উপসর্গ নিয়ে কর্মস্থল চট্টগ্রাম থেকে ফিরে নিজ বাড়ি আসলে তার মৃত্যু হয়। তিনি কয়েক দিন ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
তিনি উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নিজ বাড়ি আসেন এবং শনিবার রাতে নিজ গ্রামের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মাহমুদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ্ (অলি) ঘটনাস্থলে ছুটে যান।
রবিবার সকালে উপজেলা দাফন কমিটি, অফিসার ইনচার্জের প্রতিনিধি ও হাসপাতাল প্রতিনিধিরা স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার