মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে আরও দুই হাজার তৃণমূলের দলীয় দুস্থ, অসহায় ও দরিদ্র নেতাকর্মীদের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা করছেন অনুমিত হিসাব সম্পর্কিয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
শনিবার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ৫০ নেতাকর্মীকে এই খাদ্য সহায়তা দেয়া হয়।
এছাড়াও গত শুক্রবার তিনি কমলগঞ্জ পৌর এলাকা ও মাধপুর ইউনিয়নের ১৩০ জন দরিদ্র দলীয় নেতাকর্মীকে খাদ্য সহায়তা দেন। এভাবে পর্যায়ক্রমে তিনি তার নির্বাচর্নী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ২০০০ দলীয় নেতাকর্মীকে এই খাদ্য সহায়তা দিবেন। এর আগে দুই ধাপে আরও চার হাজার নেতাকর্মীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল।
আব্দুস শহীদ এমপি বলেন, নির্বাচনের সময় তৃণমূলের নেতাকর্মীরা অনেক বেশী কষ্ট করে। বৃদ্ধ বয়স্ক ভোটারদের তারা রিক্সায় করে কেন্দ্রে নিয়ে আসে। ভোট দেয়ায় পর আমার বাড়িতে দিয়ে আসে। এছাড়া বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা রাজপথে সক্রিয় থাকে।
তিনি আরও বলেন, তৃণমূলের এই নেতাকর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে দলের তৃণমূলের অনেক নেতাকর্মী আজ ঘরবন্দি হয়ে পড়েছেন। তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তােই দলের তৃণমূলের এই নেতাকর্মীদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। একই সাথে তিনি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি নেমে চলার আহবান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন