ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হক আর নেই।
রবিবার রাত ১১টা ০৫ মিনিটে ভোলা শহরের বিএভিএস হাসপাতাল রোডের নিজস্ব বাসায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ্যাডভোকে মোজাম্মেল হক হাইকোর্ট এবং বরিশাল জেলা বারের সদস্য ছিলেন। পরবর্তীতে ১৯৮৪ সালে ভোলা জেলা জজকোর্টে যোগদান করেন। দীর্ঘদিন তিনি ভোলা জেলা বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বর্ষিয়ান এই আইনজীবী ও রাজনীতিবিদ ১৯৮৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা ভোলা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদিকে প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজীবীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ দলীয় নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। অপর দিকে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব সালাউদ্দিন হাওলাদার, সম্পাদক এ্যাডভোকেট নুরনবী গভীর শোক প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন