'সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি' স্লোগানকে সামনে রেখে অনলাইনের মাধ্যমে চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে বাঞ্ছারামপুর ব্লাড ডোনার্স ফোরাম।
বাঞ্ছারামপুর উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী এই সংগঠনের প্রতিষ্ঠাকাল ২০১৫ এর শেষের দিকে। তবে এর রূপ দেওয়া হয়েছে ২০১৬ এর ২৬ এপ্রিল। মুমূর্ষু রোগীদের একদল তরুণ স্বেচ্ছাসেবক এবং হাজারো রক্তদাতাদের রক্তদানের মাধ্যমে দিন দিন এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।
সংগঠনটির মূল লক্ষ্য সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে রক্তদানে উদ্বুদ্ধ করা। সেই লক্ষ্যের উপর ভিত্তি করে বাঞ্ছারামপুর উপজেলার; বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ জনবহুল স্থানে প্রায় ১৬টিরও বেশি ফ্রি ব্লাড গ্রুপিং ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে।
বাঞ্ছারামপুর ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক বাহার উদ্দিন আহম্মেদ শ্রাবণ জানান, আমাদের বাংলাদেশসহ পুরো পৃথিবী এখন সংকটময় মহামারীতে ক্রান্তিলগ্ন দিন কাটাচ্ছে। যার জন্যে এই বছর আমরা আমাদের চতুর্থ বর্ষপূর্তি অনলাইনের মাধ্যমে ভিডিও কনফারেন্স এবং গ্রুপে বিভিন্নরকম শুভেচ্ছা বার্তা পোস্ট করে উদযাপন করেছি।
তিনি আরও বলেন, এই সংগঠনের মূল উদ্দেশ্য রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীকে সাহায্য করা এবং সমাজের তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করা।
গ্রুপটি রক্তদাতা ম্যানেজ ছাড়াও অসহায় হতদরিদ্রদের চিকিৎসাসেবা ও আর্থিক সহযোগিতা প্রদান, শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। সেই জন্যে সকলের বিশেষ সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
বাঞ্ছারামপুর ব্লাড ডোনার্স ফোরামের সক্রিয় গ্রামভিত্তিক প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা হলেন-
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন প্রতিনিধি- রাসেল আহম্মেদ অঙ্কন, রূপসদী পশ্চিম পাড়া গ্রামের প্রতিনিধি- রাজিব দাস, রূপসদী দক্ষিণ পাড়া প্রতিনিধি- উজ্জ্বল মাহমুদ, পাড়াতলী প্রতিনিধি- বিজয় আহম্মেদ, কালাইনগর প্রতিনিধি- শামীম আহম্মেদ, পাড়াতলি প্রতিনিধি- দেলোয়ার হোসেন অরন্য,দড়িভেলানগর প্রতিনিধি- শরিফুল ইসলাম, পূর্বহাটি+ ফরদাবাদ প্রতিনিধি- ইয়াসিন আরাফাত, ফরদাবাদ প্রতিনিধি- ইমরান হোসাইন পিয়াল,খাল্লা প্রতিনিধি- সুমাইয়া রহমান, ভেলানগর প্রতিনিধি-মুক্তা আক্তার, নরসিংদী প্রতিনিধি- কাউসার আহম্মেদ, ফরদাবাদ প্রতিনিধি- হোসাইন বিন রবিন, রূপসদী প্রতিনিধি- সমির আহম্মেদ,
রূপসদী প্রতিনিধি- রমজান আলী, হোসেনপুর প্রতিনিধি- সুমন সরকার, আশ্রফবাদ প্রতিনিধি- পারভেজ রুবেল,ফরদাবাদ প্রতিনিধি- সাগরিকা ,বাঞ্ছারামপুর সদর প্রতিনিধি- তন্ময় সূত্রধর ,তেজখালী প্রতিনিধি- শরিফুল ইসলাম, মাছিরনগর প্রতিনিধি-জয়নাল আবেদীন, রূপসদী কান্দাপাড়া প্রতিনিধি- আতিকুর রহমান, রূপসদী প্রতিনিধি- রাব্বি জালালী, সোনারামপুর প্রতিনিধি শাহীন কাদির ঢাকার প্রতিনিধি, আফজাল হোসেন।
এছাড়াও বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি স্থান থেকে প্রতিনিধি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছে একযোগে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম