বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা মোকাবিলায় ফরিদপুর-৪ আসনের সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়ার নিজস্ব অর্থায়নে সোমবার দুই উপজেলার ৯ শতাধিক অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বদু, সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, সিনিয়র সহসভাপতি তারা মিয়া খান, সহসভাপতি বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আবদুল মাজেদ মিয়া, সহপ্রচার সম্পাদক বিদ্যুৎ মাতুব্বর, ফরিদপুর বিভাগীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ভিপি রেজা, ছাত্রদল নেতা মনির, রবি, সদরপুর উপজেলা ছাত্রদল নেতা রাজু সিকদার, নজরুল, রিফাত, জাওয়াদ, তুষার, সিনহা, মশিউর, সবুজ মল্লিকসহ সদরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন