বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে চাঁদপুরে করোনা কবলিত কর্মহীন, মধ্যবিত্ত শ্রেণির পরিবারে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার সকালে তারেক রহমানের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জেলা বিএনপি নেতা মোশারফ হোসাইন।
এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এজন্য একটি হটলাইন নাম্বারও চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন