পটুয়াখালীতে পৌরসভার ৯টি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে লকডাউন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু ওয়ার্ডকে লকডাউন করা হবে। আগামী ১৮ জুন থেকে ২১ দিনের জন্য এ লকডাউন কার্যকর শুরু করা হচ্ছে।
লকডাউন এলাকায় মাইকিং করে জনসাধারণকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে সতর্ক করা হবে।
পটুয়াখালী সিভিল সার্জন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেড জোনের মধ্যে পটুয়াখালী পৌর সভার ২,৩,৬,৭ ও ৮ নং ওয়ার্ড, বাউফল পৌর সভার ২, ৪ ও ৭ নং ওয়ার্ড ও কলাপাড়া পৌর সভার ৬নং ওয়ার্ড লকডাউন করা হবে। এছাড়াও সদর উপজেলার বদরপুর ইউপির ৬ নং ওয়ার্ড, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও লেবুখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড। দশমিনা উপজেলার বেতাগি সানকিপুর ইউপির ২ নং ওয়ার্ড, দশমিনা সদর ইউপির ১ নং ওয়ার্ড, বহরমপুর ইউপির ২.৩ নং ওয়ার্ড, বাশবাড়িয়া ইউপির ৩ নং ওয়ার্ডকে লকডাউন করা হবে।
ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, পটুয়াখালী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড, সদর উপজেলার বদরপুর ইউপির ৭ নং ওয়ার্ড, দুমকির আঙ্গারিয়ার ৪ নং ওয়ার্ড, শ্রীরামপুরের ৩ নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভার ১. ৩. ৭ নং ওয়ার্ডের আংশিক, বাউফলের সূর্যমনির ২ নং ওয়ার্ড এবং দশমিনা সদরের ২ নং ওয়ার্ড।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বলেন, আগামী বৃহস্পতিবার থেকে তিন সপ্তাহের জন্য রেড জোন এলাকায় লকডাউন কার্যকর করা হবে। তবে রেড জোন বা ইয়েলো জোন এলাকায় প্রতি ৭দিন অন্তর সংক্রমন কম বা বেশী হলে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার