এবার রাঙামাটির সুবলং বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের অর্থ সহায়তা দিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। মঙ্গলবার বেলা ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সুবলং ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেয়া সম্ভব নয়। তবুও সরকার চায় পাহাড়ের মানুষ ভালো থাকুক। তাই ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে সরকার হাত বাড়িয়ে দিয়েছে। দেশে এমনিতে করোনা দূর্যোগ চলছে। এর মধ্যে অণ্য দূর্যোগ মানুষের জন্য খুবই কষ্ট সাধ্য। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
এর আগে সংসদ সদস্য দীপংকর তালুকদার আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। এ সময় রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পবিরারকে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা তুলে দেন।
প্রসঙ্গত, গত রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৭০টি দোকান ঘর। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে ফরেস্ট অফিস ও ইউনিয়ন পরিষদের তথ্য অফিস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম