টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী গ্রামের আজিজুল হকের ছেলে আকরাম হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদের গেইটের সামনে মধুপুরের দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে জামালপুর দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অপর মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। ধনবাড়ী থানা পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘতক মোটর সাইকেলের চালক পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার