ফরিদপুরে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে প্রশাসনের কর্মকর্তারা। এরই অংশ হিসাবে জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে ফরিদপুরের বিভিন্ন স্থানে গণপরিবহনে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। গণপরিবহনে নিয়ন্ত্রিত যাত্রী পরিবহন নিশ্চিতকরণে মঙ্গলবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মো. সজিব।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গণপরিবহনে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কয়েকটি পরিবহনকে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে এসময় সহযোগিতা করেন আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মো. সজিব জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধকল্পে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার