দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনাভাইরাস দুর্যোগে দেশ আজ উন্নত দেশের তুলনায় মৃত্যু ও আক্রান্তে স্থিতিশীল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন বলেছিলেন- দেশ, মাটি ও মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাবো। জাতির পিতার সেই নৈতিকতা এবং আদর্শ ধারন করেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সকল নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে।
ক্যাপ্টেন তাজ বলেন, আমাদের সরকার এবং জনগণ একসাথে করোনাভাইরাস প্রতিরোধ করে জয় লাভ করবো। বার বার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন ভাইরাস থেকে মুক্ত থাকুন। দুযোর্গ মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প আর কিছু নেই। যেখানে আবাদ যোগ্য জমি আছে সবটুকু জমিতে ফসল উৎপাদনের চেষ্টা করুন, সরকার আপনাদের সকল প্রকার সহায়তা প্রদান করবে।
ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকালে ক্যাপ্টেন এবি তাজল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, জেলা আওয়ামী সদস্য আমিনুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম বকুল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, একেএম শহিদুল হক বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক আঃ রাজ্জাক, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল