ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় মুসা মুন্সী (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটর সাইকেলের এক আরোহী। মঙ্গলবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুসা মুন্সী ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সাত্তার মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুসা মুন্সী তার চাচাতো বোন নিয়ে মোটর সাইকেলযোগে ফরিদপুরে আসছিল। এসময় ঘটনাস্থলে পৌছামাত্র পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় মোটর সাইকেলের চালক মুসা মুন্সী। মারাত্বক ভাবে আহত হয় মোটর সাইকেলে থাকা এক আরোহী। স্থানীয় আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ জুয়েল জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক ও মোটর সাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার