পটুয়াখালীতে তক্ষকসহ সম্রাট হাওলাদার (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামে অভিযান চালায় র্যাব।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধরান্দি এলাকায় অভিযান পরিচালনা করে একটি বন্যপ্রাণী "তক্ষক" উদ্ধার করা হয়। এসময় পাচারের অভিযোগে মো. সম্রাট হাওলাদারকে (৩৫) আটক করা হয়। আটককৃত সম্রাট সংঘবদ্ধ তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন। মধ্য ধরান্দি এলাকার মো. আ. মালেক হাওলাদারের ছেলে সম্রাট। উদ্ধারকৃত তক্ষকসহ আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল