নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. শহীদ মিয়া ওরফে জাহিদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে সোমবার (১৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে মোহনগঞ্জ থানার এএসআই সোহেল রানার নেতৃত্বে উপজেলার সামাইকোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহীদ ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
এসআই সোহেল রানা জানান, শহীদ একজন মাদক ব্যবসায়ী। তার নামে মাদকের আরও ৮টি মামলা রয়েছে। বিভিন্ন কৌশলে আত্মগোপন করে থেকে সে মাদকের ব্যবসা পরিচালনা করতো। গোপন খবরে তাৎক্ষণিক তার বাড়ি ঘেরাও করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে গেলেও শহীদকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার পলাতক সহযোগীদের মধ্যে অনিক এবং মিল্টন অস্ত্র মামলাসহ ৫টি মাদক মামলার আসামি বলে জানতে পেরেছি। তাদেরকেও ধরার চেষ্টা চলছে।
এর আগেও ইয়াবাসহ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেন এই পুলিশ কর্মকর্তা।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ঘটনায় শহীদের নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগণের জানমাল নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম