ভাঙ্গায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ডের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল চালকের নাম মুশা মুন্সী (৪৮)। তিনি পাশের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উজিরখাঁকান্দা গ্রামের মৃত সাত্তার মুন্সীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত মুশা ভাঙ্গায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। তিনি নওপাড়া এলাকায় এলে পিছনের দিক থেকে ফরিদপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মুশা মুন্সী ছিঁটকে সড়কের উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এসআই আনিসুর রহমান আরও বলেন, এ ঘটনায় নিহত মুশা মুন্সীর ছেলে রাজু মুন্সী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল