বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা থেকে ইয়াবা লেনদেনের সময় ৩ জন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা আটককৃতদের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্বার করে।
রাত ৮টায় পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পে স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান প্রেস ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, বিশ্বস্ত সূত্রে জানতে পারেন একটি গ্রুপ পাথরঘাটা থেকে ইয়াবা বেচাকেনার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় ইয়াবা বিক্রীর সময় ১৮৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে,পাথরঘাটার হাড়িটানা গ্রামের রুবেল (২৫) পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের বায়েজিদ(৩৫) এবং তালতলী উপজেলার কড়ইবাড়িয়া গ্রামের আল- আমিন (২৫)। আটককৃতদের বিরুদ্বে পাথরঘাটা থানায় মাদকনিয়ন্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বিডি প্রতিদিন/এ মজুমদার