বাগেরহাটের রামপাল উপজেলায় ছাত্রলীগ নেতা ও আবুল কালাম ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ানের কুদরতী ইমরান বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীতে ৩ বছর ধরে যৌন নির্যাতন করার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। কুদরতী ইমরান রামপাল উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত খোকন ইকবালের ছেলে।
পুলিশ জানায়, ইমরান কুদরতী (২৮) সাথে একই উপজেলার ভাগা গ্রামের এক তরুনীর সাথে দীর্ঘ ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রী’র মত মেলামেশা শুরু করে। ওই তরুণী ইমরানকে বিয়ের জন্য চাপ দিলে সে তাকে ঘোরাতে থাকে। সর্বশেষ গত ৩ জুন ২০২০ জরুরি কথা আছে বলে ঢাকা থেকে ডেকে নিয়ে এসে ওই দিন রাতে বড়দিয়া এলাকার জনৈক বাচ্চুর চিংড়ি ঘেরের বাসায় নিয়ে শ্লীলতাহানি করে। এক পর্যায়ে ৪ জুন সকালে ইমরান ওই তরুণীকে তার বাড়িতে রেখে পালিয়ে যায়। ওই সময় ওই তরুণীকে ইমরানের আত্মীয় স্বজনরা মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এঘটনার পর ওই তরুণী বাদী হয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
অভিযোগের ব্যপারে বক্তব্য জানাতে রামপাল উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কুদরতী ইমরানের ব্যবহৃত নম্বরে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার