বগুড়ার ধুনট উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রাশেদ, দপ্তর সম্পাদক ইমরান মুরাদ আনোয়ার, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমএ হামিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার