নাটোরের লালপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ইয়াসির আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসলিউশনে তার মৃত্যু হয়। তিনি গোপালপুর পৌর এলাকার মৃত ইমান আলী হাজির ছেলে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট পেলে সঠিক ভাবে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে রিপোর্ট পজেটিভ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, আজ পর্যন্ত লালপুর উপজেলায় মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার