পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে পিরোজপুর আম্বিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলার ইন্দুরকানী উপজেলার চারাখালী গ্রামের বাসিন্দা সুনীল চন্দ্র শীল।
এর আগে একই দিন সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যায় মো: ফারুকুজ্জামান মন্টু জোমাদ্দার নামে এক শিক্ষক।
জানা যায়, সুনীল চন্দ্র শীল মঙ্গলবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে আসে। সেখান থেকে তাকে পিরোজপুর কোভিড-১৯ ডেডিকেট আম্বিয়া হাসপাতালে পাঠানো হয়। এরপর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুনীল চন্দ্র শীল।
এর আগে গত বুধবার সুনীল চন্দ্র শীলের এক ভাই নির্মল শীল করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, ওই পরিবারের অন্য সদস্যদের করোনা উপসর্গ রয়েছে। কিন্তু নির্মল শীল মারা যাওয়ার পরেও ওই বাড়ি লকডাউন করা হয়নি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ