দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরে একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে রাজৈর উপজেলা সচেতন নাগরিকবৃন্দ।
বুধবার সকালে রাজৈর উপজেলা বেপারীপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফুদ্দিন কলেজের সহকারি অধ্যাপক কাওসার আলম মিঠু, ইমাম শাহরিয়ার, শাওন করিম ও সুজন হোসেন রিফাতসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ