নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল বারী সাহু (৪২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর রাতে উপজেলার পাতাড়ী গ্রামের আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের আবু বক্করের ছেলে।
সাপাহার থানার ওসি আব্দুল হাই জানান, মঙ্গলবার দিবাগত রাতে বেশ কিছু চোরাকারবারীর সাথে উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল বারী সাহু ভারত অভ্যন্তরে গরু আনতে যান। আজ বুধবার ভোর রাতে তারা গরু নিয়ে পাতাড়ী গ্রামের আদাতলা বিজিবি ক্যাম্প এর অধীনে ২৪২ মেইন পিলার এর ১৩ আর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ১৫৯ বিএসএফ খুঁটাদহ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আব্দুল বারী গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় সাহু হামাগুড়ি দিয়ে ভারতীয় সীমান্ত পেরিয়ে নোম্যান্স ল্যান্ডের পুর্নভবা নদীতে এসে পড়ে। এরপর ভোরেই তার অপর সঙ্গীরা বাড়িতে সংবাদ দিলে পরিবারের লোকজনরা নদীর কিনার হতে গুরত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাসপাতালে তিনি মারা যান।
নিহতের শরীরের একটি ক্ষত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মুত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাপাহারের আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হান্নান জানান, নিহত ব্যক্তি একজন চিহিৃত ও বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারী ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম