নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে উপজেলার জালশুকা কুমোদগঞ্জ এলাকার সমর আলীর নিজ পুকুরে। নিহতরা হলেন- জালশুকা গ্রামের মৃত ইসমত আলীর ছেলে সমর আলী ও তার ছেলে স্নাতক শ্রেণির শিক্ষার্থী মো. পাপ্পু আহমেদ (২৫)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফিশারির মাছ বড় হওয়ায় বিক্রির জন্য বুধবার ভোর রাতে বাড়ির পিছনেই পুকুরে সেচ দিয়ে পানি শুকাতে মটর ছাড়তে যান পাপ্পু। এসময় ছেড়া তাড়ে জড়িয়ে পড়লে বাবা সমর আলী ছেলেকে বাঁচাতে গিয়ে ধরতেই তিনি নিজেও বিদ্যুতায়িত হন। এদিকে বাড়ি ফিরে না যাওয়ায় সমরের স্ত্রী ফিরোজা বেগম চিন্তিত হয়ে পড়েন। স্বামী ছেলে দীর্ঘক্ষণ সময় ধরেও মটার ছেড়ে ঘরে চলে আসার কথা ছিল। পরে আনুমানিক ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি মেয়েকে নিয়ে পুকুরপাড়ে গিয়ে দেখেন দুজনই তাড়ে জড়িয়ে মাটিতে পড়ে আছেন।
এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার