দিনাজপুরের নবাবগঞ্জে মিজানুর রহমান (৩৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান (৩৫) জেলার ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের ছোটভাই আনারুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মিজানুর রহমান পেশায় ব্যাটারি চালিত ভ্যান চালক ছিলেন।
গত মঙ্গলবার সন্ধার আগে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের পুলবান্দা নামক রাস্তার পাশে জমিতে পড়ে থাকা ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, ভ্যানচালক মিজানুর রহমান সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে ঔষুধ ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার বিকালে নবাবগঞ্জের পুলবান্ধা গ্রামের রাস্তার পাশে জমি থেকে তার লাশ নবাবগঞ্জ পুলিশ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নওয়াবুর রহমান জানান, উপজেলার জয়পুর ইউনিয়নের পুলবান্ধা গ্রামের নিকট রাস্তার পাশের জমিতে স্থানীয়রা নিহত মিজানুরের লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে নিহতের ভ্যানটি পাওয়া যায়নি। ভ্যানটি চুরি করতেই মার্ডার হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধার আগে লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ