কক্সবাজারের টেকনাফে র্যাব অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বুধবার সকালে উপজেলা সদরের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে একটি সিএনজি কাছাকাছি এসে এক সন্দেহভাজন ব্যক্তি দৌড়াতে থাকে। সিএনজি থেকে পালানোর সময় মিয়ানমারের নাগরিক বর্তমান খুটাখালী দরগারপাড়ার মো. দুলাল মিয়ার ছেলে ফরিদ আলম(২৮) কে আটক করতে সক্ষম হয়।
পরে আটক আসামির গাড়ির সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার