মেহেরপুরে সাপের কামড়ে দু'জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা ও গোভিপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই গোভিপুর গ্রামে তিনটি বিষধর সাপ মারা হয়েছে।
খোকসা গ্রামের নুর ইসলামের স্ত্রী ছিতারন খাতুনকে (৪৫) ও গোভিপুর গ্রামের ফকির মহাম্মদের ছেলে জালাল উদ্দীনকে (৫) বিছানায় ঘুমন্তকালে বিষধর সাপ দংশন করে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার