বরিশাল অঞ্চলে চাষ উপযোগী বিনা উদ্ভাবিত আমন চাষাবাদ এবং মানসন্মত কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বরিশালের রহমতপুরে কৃষি বিভাগের বিনা উপকেন্দ্রের হলরুমে বুধবার দিনভর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. বাবুল আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম, ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন ও বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম বেগম।
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, যে কোন দুর্যোগময় পরিস্থিতিতে খাদ্য সংকট এড়াতে দেশের বিজ্ঞানীদের আবিস্কৃত হাইব্রিড (উন্নত বীজ) ধান বীজ রোপন করতে হবে। কৃষকরা এই পরামর্শ মেনে চাষাবাদ করলে ভালো ফলন পাবেন এবং দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ন হবে। দেশে চালের কোন ঘাটতি নেই উল্লেখ করে আগামীতে বিদেশে চাল রপ্তানীর জন্য কৃষকদের এখন থেকেই উন্নত জাতের ধান বীজ রোপনের নির্দেশনা দেন কৃষি বিশেষজ্ঞরা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নত জাতের ধান বীজ প্রদর্শন এবং সেগুলো চাষাবাদের কলাকৌশল শেখানো হয়।
বরিশাল সদর, বাবুগঞ্জ ও উজিরপুরের শতাধিক কৃষক এই কর্মশালায় অংশগ্রহন করে। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারী সকল কৃষককে বিনা উদ্ভাবিত বিনা-১১ ধানের ৫ কেজি করে বীজ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার