প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বিড়ি-সিগারেট কোম্পানির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারিরা।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলাসদরের ত্রিমোহণী এলাকায় প্রায় দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারি এ মানববন্ধনে অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,লালমনিরহাট বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ