করোনাকালীন সময়ে বিভিন্ন মরদেহ মৃতের বাড়ি পর্যন্ত আনা-নেওয়াসহ দাফন করে যাচ্ছে একদল যুবক। তারা ২০ জনের একটি বিশেষ টিম গঠন করে নেত্রকোনা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় দাফনসহ অন্তেষ্টিক্রিয়ার কাজ করছেন নিজে থেকে আগ্রহী হয়ে। এ পর্যন্ত নেত্রকোনা জেলায় ১০ টির মতো লাশ দাফন করেছেন তারা।
জানা গেছে, করোনা উপস্বর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃতদেহ গ্রামের বাড়ি নিয়ে যায় এই বিশেষ টিমের যুবকরা। দিনব্যাপী দাফনসহ সকল কার্যক্রম করতে গিয়ে তেষ্টায় গলা শুকিয়ে যায় অনেক সময়। পরে ওই বাড়িতে এক যুবক এক গ্লাস পানি চাইতেই ভয়ে দৌড়ে দূরে সরে যান বাড়ি লোকজন। বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন টিমের প্রধান সমন্বয়ক গাজী আব্দুর রহিম।
তিনি এতে লিখেন, ‘আমরা কিচ্ছু চাই না... তোমাদের স্বজনদের অনেক ওজনের লাশটাকে কাধে করে জঙ্গলের ভিতর দিয়ে কখনো বা গ্রামের কাদা রাস্তা পাড়ি দিয়ে তোমাদের দেখিয়ে দেয়া জায়গায় আমরা লাশ পৌঁছিয়ে দেই এবং জীবনের মায়া ছেড়ে দিয়ে গোসল দাফন, কাফন জানাযা কাজ শেষ করি।
তখন ঐ মুহূর্তে আমাদের বিশেষ টিমের হিরার টুকরোগুলোর খুব পিপাসা লাগে। আমরা পানি চাইলে করোনার ভয়ে দৌড় দিয়েন না
প্লিজ ভাই। আমাদেরকে এক গ্লাস কলের ঠান্ডা পানি দিয়েন। আল্লাহ আপনাদেরকেও হাউজে কায়সারের পানি পান করাবেন ইনশাআল্লাহ।’
টিমের সমন্বয়ক গাজী আব্দুর রহিম বলেন, যেখানেই তারা খবর পান লাশ দাফনের, সেখানেই ছুটে যান। এমনকি প্রশাসন বেওয়ারিশ লাশ দাফন করতে দিলে সেটিও করেন তারা। তাদের প্রতি উপজেলায় সাতজন করে একটি টিম কাজ করছে।
আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়ে করোনাকালীন সময়ের প্রথম থেকেই নিজ উদ্যোগে বিশেষ টিম গঠন করে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর লিখিত জানিয়ে আসেন এই টিম। এই কাজ ছাড়াও তারা অসহায় সুবিধা বঞ্চিত আলেম দীনদার প্রায় এক হাজার পরিবারের মাঝে বেসরকারী ভাবে খাদ্য সংগ্রহ করে বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পাঠিয়েছে। অসুস্থ মুমূর্ষু রোগীদের বিনা পারিশ্রমিকে রক্ত সংগ্রহ করে দিচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল