ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, মুখে মাস্ক না পড়া, সিএনজিচালিত অটোরিকসায় অতিরিক্ত যাত্রী পরিবহন করার দায়ে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার উপজেলা সদর, তুল্লাপাড়া ও ভলাকুট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ