মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালিঘাট সড়কের প্রায় এক কিলো মিটার এলাকা রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন থেকে ওই সড়কের কালিঘাট চৌমুহনা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত লকডাউন করা হয়।
এই এক কিলোমিটার সড়কের উভয় পার্শের বাসাবাড়ী ও দোকানপাট এই লকডাউনের আওতাভুক্ত থাকবে। তবে জনসাধারনের সুবিধার্থে এই এক কিলোমিটার এলাকার ভেতরে থাকা ফার্মেসী ও নিত্যপন্যর দোকান খোলা থাকবে। আর শুধু স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও পন্যবাহী গাড়ী ওই সড়ক দিয়ে যাতায়াত করতে পারবে। এই এলাকায় আজ পর্যন্ত আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
গত ১৫ জুন মৌলভীবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় উপজেলার ৮টি এলাকাকে রেড জোন, ৩টি এলাকা ইয়েলো ও ৫টি এলাকাকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছিল। রেড জোন এলাকাগুলোর মধ্যে হলো শ্রীমঙ্গল পৌর এলাকার শ্যামলী আবাসিক এলাকা ও কালিঘাট সড়ক। সদর ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাহিমপুর। এছাড়া কালাপুর, আশিদ্রোন ও কালিঘাট ইউনিয়নকে ইয়েলো এবং মির্জাপুর, সিন্দুরখান, রাজঘাট ও সাতগাঁও ইউনিয়নকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত কালিঘাট সড়ক থেকে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত লকডাউন থাকবে। এছাড়া পর্যায়ক্রমে অন্য এলাকা গুলো জোন ভিত্তিক বাস্তবায়ন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার