বাগেরহাটের কচুয়ায় করোনা সংক্রমণ রোধে উপজেলার গজালিয়া বাজার ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে এ ঘোষণা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, দুদিন আগে করোনা আক্রান্ত গজালিয়া এলাকায় আরও দুইজন ব্যক্তির নমুনা করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত ওই দুইজন স্বাস্থ্য বিভাগের কাছে তাদের নমুনা দিয়ে আইসোলেশনে না থেকে ওই বাজারে ঘোরাফেরা করেন। পরে তাদের শরীরে করোনা ধরা পড়ে।
এতে ওই বাজারে আসা মানুষদের করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে গেছে। এ কারণে সংক্রমণ রোধে বুধবার থেকে ৫ দিনের জন্য গজালিয়া বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ওষুধসহ জরুরি প্রয়োজনীয় দোকান খোলা থাকবে বলে জানান ওই র্কমর্কতা।
এছাড়া করোনা আক্রান্ত ওই দুজনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম