ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য রইছ উদ্দিনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই বরখাস্তের কথা উল্লেখ করা হয়। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি নানা সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে গ্রামবাসীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য রইছ উদ্দিনের বিরুদ্ধে যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প, মাতৃত্ব ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি নানা সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে গ্রামবাসীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। পরে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন সরেজমিন তদন্ত করে ঘটনার প্রমাণ পেয়ে প্রতিবেদন দাখিল করলে বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযুক্ত ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।
এবিষয়ে রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি সাধারণ মানুষ বিচার পেয়েছে। এতে আমি খুশি হয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার