নীলফামারী পৌরসভায় বাস্তবায়িত তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নিতকরণ (সেক্টর) প্রকল্পের নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
কমিটির সদস্য মমতাজ উদ্দিন, খয়রাত হোসেন, শামীমা বেগম, মিজানুর রহমান লিটু, নুর আলম বক্তব্য দেন এ সময়।
মেয়র দেওয়ান কামাল আহমেদ সভায় জানান, ২০২০-২০২১ অর্থ বছরে নীলফামারী পৌরসভায় ৬৭ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৫ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তিনি জানান, বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি ৮০ লাখ ৪২ হাজার টাকা আর উদ্বৃত্ত থাকবে ৬ লাখ ৬১ হাজার ৩৫ টাকা।
বিডি প্রতিদিন/হিমেল