শরীয়তপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রনি আহমেদ (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার বিকাল ৩টার দিকে সদরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের (শরীয়তপুর-ঢাকা) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি আহমেদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামের ফজলুর রজমান ছেলে।
তিনি এসএফ ফোর্স শরীয়তপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। কনস্টেবলের মরদেহ পুলিশ লাইন্সে রয়েছে।
পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রনি আহমেদ শরীয়তপুর শহরের প্রেমতলা থেকে মোটরসাইকেলে পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন।
সদরের ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথে মৃত্যু হয় বলে জানায় এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আরাফাত