গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কুড়িচাল ৭নং ওয়ার্ডে যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চুরি করে খাসি জবাই করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে। আজ শনিবার দুপুরে ফুলবাড়িয়া বাজারে কড়িচালা এলাকাবাসী একটি মানববন্ধন করেন।
মানবন্ধন সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল চোর গতকাল শুক্রবার রাতে কড়িচালা এলাকায় নুরুল ইসলামের খাসি তাদের বাড়িতেই জবাই করেন। নূরুল ইসলামের লোকজন বাড়ি তালা দিয়ে পাশের গ্রামে যান। পরে বাড়িতে এসে দেখতে পায় বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে যেয়ে দেখে তাদের খাসি নেই। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।
খাসির রক্ত দেখে দেখে মালেক নামে এক ব্যক্তির বাড়ি তল্লাশী করে খাসির মাংস রান্না করতে দেখতে পায় এলাকাবাসী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মালেক ও তমিজুদ্দিনকে আটক করেন।
পরে এলাকাবাসী যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও এলাকার সাধারণ মানুষ।
আটককৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার কড়িচালা এলাকার ফালু মন্ডলের ছেলে আব্দুল মালেক (৪২), ওই এলাকার আফসার উদ্দিনের ছেলে তুই জুদ্দীন (৪৫)।
খাসির মালিক নুরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ফুলবাড়ীয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আমার বাড়িতেই খাসি জবাই করে। পরে মালিকের বাড়িতে রান্না করছিল। আমি গরীব মানুষ, এর সুষ্ঠ বিচার চাই।
ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কালিয়াকৈর উপজেলার যুবলীগের সভাপতি মোঃ হিরু মিয়া জানান, রফিকুল ইসলাম চুরি ঘটনার সাথে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়িয়ার পুলিশকে ক্যাম্প ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মাংস উদ্ধার করা হয় এবং ২ জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির