সোনারগাঁওয়ে কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালে সিলেটমুখী রাস্তার উপর থেকে একটি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম স্বপন মিয়া (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার গোদারকান্দি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
জানা গেছে, স্থানীয়রা স্বপন মিয়াকে গুরুতর জখমসহ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির সাথে থাকা ফোনের সাহায্যে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেন পুলিশ। ঘটনাস্থলে এসআই ইয়াউর রহমান ও এসআই সুভাষ চন্দ্র সরকার উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
সোনারগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, প্রাথমিক বেশ কিছু তথ্য পাওয়া গেছে। নিহতের পরিবারের লোকজনও থানায় আসছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাচ্ছি। আমরা এ বিষয়ে পরে বিস্তারিত জানানোর চেষ্টা করব।
বিডি প্রতিদিন/এমআই