ভোলায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রাথমিক বিশেষ শিক্ষা শ্রেণির ছাত্রী স্বরলিপীর আঁকা ছবি ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ কার্ডে স্থান পাওয়ায় তাকে ১ লাখ টাকা সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক স্বরলিপীর হাতে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় স্বরলিপীর মা-বাবা উপস্থিত ছিলেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আতাহার মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুকসহ স্কুলের শিক্ষক, ভোলার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য গোলাম নবী আলমগীর, স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক জহিরুল হক কবির জানান, প্রতি বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে শিক্ষার্থীদের আঁকা ছবি জমা দিতে বলা হয়। ওই চিঠির আলোকে স্বরলিপির আঁকা ছবি পাঠানো হয়। পরবর্তী সময়ে ওই ছবিটি পবিত্র ঈদুল আজহায় প্রধানন্ত্রীর নিমন্ত্রণপত্রে স্থান পায়।
বিডি প্রতিদিন/এমআই