ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ১২ নম্বর স্বদেশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিহাদ সিদ্দিকী ইরাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বদেশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিহাদ সিদ্দিকীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে মর্মে তাকে স্থানীয় সরকার তার পদ থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি জনস্বার্থে অবিলম্বে কার্যকরকল্পে এই আদেশ জারি করা হয়।
সংগঠিত অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মো. জিহাদ সিদ্দিকীর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে জানান, চেয়্যারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ-এর সাময়িক বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছি। এখন থেকে তিনি পরিষদের আর কোনো দায়িত্বে পালন করতে পারবেন না।
প্রসঙ্গত, বালু নেওয়াকে কেন্দ্র করে হালুয়াঘাট উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল কাদির (৬৫) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ১২ নম্বর স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/এমআই