নাটোরের বড়াইগ্রামে ২৭টি ফলবান পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে উপজেলার গড়মাটি রাণীবাড়ি এলাকায় আল মদিনা কৃষি ফার্মে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাটোর সদরের একডালা এলাকার সাইফুল ইসলাম গড়মাটি এলাকায় ৮০ বিঘা জমি লিজ নিয়ে বছর দেড়েক আগে থাই পেয়ারার বাগান গড়ে তোলেন। বর্তমানে এসব গাছ থেকে পেয়ারা সংগ্রহ করে বিক্রি শুরু হয়েছে। কিন্তু শনিবার রাতে কিছু লোক বাগানে ঢুকে পেয়ারার গাছ কাটতে শুরু করে। পরে বাগানের পাহারাদাররা বুঝতে পেরে এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে আল মদিনা কৃষি ফার্মের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, শুরু থেকেই কিছু লোক আমার পেয়ারা বাগান করা নিয়ে বিরোধীতা করে আসছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করছি।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার