সিরাজগঞ্জের তাড়াশের দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের খালকুলা এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালীর চর জব্বার থানার চরমহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদীগামী একটি কন্টেইনারবাহী লরি খালকুলা এলাকায় পৌছলে বিপরীত থেকে আসা ঢাকাগামী আলুবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই গাড়ীর চালক মারা যায়। লাশ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। যানবাহন দুটি থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন